পুষ্টি, বিপাক ও পরিপাক

Show Important Question


41) নিচের কোনটি একটি ভিটামিনের নাম?
A) কেরাটিন
B) রাইবোফ্লোবিন
C) ইনসুলিন
D) অ্যাড্রিনালিন

42) নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন
A) ভিটামিন A
B) ভিটামিন E
C) ভিটামিন K
D) ভিটামিন C

43) রক্তচাপ বৃদ্ধি করে নিম্নের কোন হরমোন--
A) ইনসুলিন
B) গ্লুকাগন
C) অ্যাড্রিনালিন
D) থাইরক্সিন

44) পাচিত খাদ্যের শোষন কোথায় হয় ?
A) পাকস্থলীতে
B) ক্ষুদ্রান্ত্রে
C) বৃহদান্ত্রে
D) কোলনে

45) মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়?
A) ডিওডেনাম
B) ইলিয়াম
C) রেকটাম
D) কোনোটিই নয়

46) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করতে কোন ভিটামিন সাহায্য কবে?
A) A
B) D
C) E
D) K

47) কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়--
A) A
B) D
C) E
D) K

48) নিম্নের কোনটি মনোস্যাকারাইড সুগার নয়--
A) মলটোজ
B) গ্লুকোজ
C) ফুক্টোজ
D) গ্যালাকটোজ

49) যকৃতে প্রথাম্বিন সংশ্লেষ করে কোন ভিটামিন
A) ভিটামিন D
B) ভিটামিন C
C) ভিটামিন P
D) ভিটামিন K

50) ভিটামিন সি নিচের কোনটি
A) অ্যাসকরবিক অ্যাসিড
B) থায়ামিন
C) রেটিনল
D) সায়ানোকোবালামিন

51) নিচের কোনটি ভিটামিন-A এর কাজ?
A) রক্ত তঞ্চনে সহায়তা
B) হিমোগ্লোবিন সৃষ্টি
C) দৃষ্টিশক্তি বৃদ্ধি
D) হজম শক্তি বৃদ্ধি

52) যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়, সেটি হল
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D

53) কোন ভিটামিনের অন্য নাম টোকোফেরল ?
A) ভিটামিন B
B) ভিটামিন C
C) ভিটামিন D
D) ভিটামিন E

54) ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় মানবদেহ--
A) রিকেট
B) রক্তপ্লতা
C) স্কার্ভি
D) কোনোটিই নয়

55) সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ?
A) ভিটামিন K
B) ভিটামিন B12
C) ভিটামিন E
D) ভিটামিন D

56) রক্ত তঞ্চনে/জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ?
A) ভিটামিন A
B) ভিটামিন K
C) ভিটামিন C
D) ভিটামিন D

57) স্টোমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A) ভিটামিন বি ২
B) ভিটামিন সী
C) ভিটামিন কে
D) ভিটামিন ডি

58) ভিটামিন-D এর রাসায়নিক নাম কী ?
A) রেটিনল
B) থিয়ামিন
C) অ্যাসকরবিক আসিড
D) ক্যালসিফেরল

59) ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম?
A) ভিটামিন K
B) ভিটামিন A
C) ভিটামিন E
D) ভিটামিন C

60) অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি--
A) ভিটামিন এ
B) ভিটামিন ডি
C) ভিটামিন ই
D) ভিটামিন সি